জানতে হবে যে

ক্যান্সার রোগের প্রাথমিক লক্ষণ ও প্রতিকার , কত প্রকার ও কি কি

বর্তমানে বিজ্ঞানের কল্যানে বেশিরভাগ রোগই নিরাময় করা সম্পূর্ণ ভাবে সম্ভব, কিন্তু বেশকিছু রোগের চিকিৎসা আজও অজানা !
আমাদের এই লেখার মাধ্যমে আমরা আপনাদের বিভিন্ন ধরনের রোগ ও তাদের  নিরাময় করার উপায় সম্পর্কে আলোচনা করবো।
আজকের আলোচনার বিষয় হলো - ক্যান্সার রোগলক্ষন ও প্রতিকার || cancer er lokkhon o protikar

ক্যান্সার প্রাণঘাতী একটি রোগ। যথাসময়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করলে কিছু ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায়। তবে বেশির ভাগ ক্যান্সারই মৃত্যু ডেকে আনে।
 তাই ক্যান্সারের লক্ষণ প্রকাশ পাওয়া মাত্রই প্রাথমিক পর্যায়ে এর প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা উচিত।
অন্য ক্যান্সারের মতো লিভার ক্যান্সারের ক্ষেত্রেও প্রাথমিক পর্যায়ে তেমন কোন লক্ষণ প্রকাশ পায়না। ক্যান্সার কোষ ক্রমশ বড় হতে থাকলে বা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে কিছু লক্ষণ প্রকাশ পায়।


লিভার ক্যান্সার এর রোগলক্ষন:



১। পেটে ব্যথা:


যদি পেটে ব্যথা অনুভব করেন বিশেষ করে পেটের ডান পাশে নিয়মিত ব্যথা হলে তা হতে পারে লিভার ক্যান্সারের লক্ষণ। তখন একজন অনকোলজিস্ট বা লিভার বিশেষজ্ঞের সাথে কথা বলুন।


২। পেটে কোন ফোলা বা পিন্ড :

 পেটে কোন ফোলা বা পিন্ড উপরের বা নীচের পেটে ফোলা বা পিন্ডের মত অংশ দেখা দিলে তা হতে পারে লিভার ক্যান্সারের লক্ষণ। এর পাশাপাশি পেট ভরা থাকার অনুভূতি থাকলে তা লিভার ক্যান্সারের প্রধান লক্ষণ হতে পারে।


৩। পেট ফুলে যাওয়া:


পেট ফুলে গেলে তা অবহেলা করা উচিত নয়। কারণ ক্যান্সার কোষের অতিরিক্ত বৃদ্ধির কারণে অথবা লিভারে তরল জমে যাওয়ার কারণে পেট ফুলে যেতে পারে। এর ফলে পেটে ও লিভারের মধ্যে চাপ বৃদ্ধি পায়। এতে শুধু লিভারের কাজেই প্রভাব পড়ে না বরং লিভারের অকার্যকারিতাও দেখা দিতে পারে।


৪। জন্ডিস:


জন্ডিসে আক্রান্ত হলেই যে লিভার ক্যান্সার হবে এমনটা নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এটি লিভার ড্যামেজের প্রাথমিক লক্ষণ প্রকাশ করে। যা পরবর্তীতে লিভার ক্যান্সারে পরিণত হতে পারে। ত্বক ও চোখ হলুদ হয়ে যাওয়া, ফ্যাকাসে মল ও গাঁড় প্রস্রাব হলে অবহেলা করা উচিত নয়। দ্রুত নিরাময়ের ব্যবস্থা গ্রহণ করা উচিত।


৫। অবসাদ:


অবসাদ অনুভব করা লিভার ক্যান্সারের তেমন কোন তীব্র লক্ষণ প্রকাশ করেনা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিশ্রাম নেয়ার পরেও অনেক বেশি ক্লান্ত অনুভব করা অথবা দৈনন্দিন টুকিটাকি কাজ করলেই পরিশ্রান্ত হয়ে পড়লে অবহেলা করা উচিত নয়। এগুলোর পাশাপাশি যদি পেটে ব্যথা ও জ্বর থাকে তাহলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।


৬। জ্বর:


অনেক রোগের বা ইনফেকশনের সাধারণ লক্ষণ হচ্ছে জ্বর। যদি জ্বরের পাশাপাশি পেট ফুলে যাওয়া বা পেটে ব্যথা হয়, তাহলে তা লিভার ক্যান্সারের লক্ষণ হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হন।


৭। ক্ষুধা কমে যাওয়া:


কিছু ক্ষেত্রে পেট ভরা অনুভব করা বা ক্ষুধা কমে যাওয়া লিভার ড্যামেজের বা লিভার ক্যান্সারের লক্ষণ হতে পারে। ক্ষুধা কমে গেলে শরীরের ওজন কমে যায়। শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয় না। ফলে লিভারের কাজে বাঁধা সৃষ্টি করে।


দুইভাবে লিভার ক্যান্সার প্রতিরোধ সম্ভব:


১। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি প্রতিরোধ করা।
২। অ্যালকোহল বা মদের হাত থেকে বেঁচে থাকা।
এখন আমাদের জানতে হবে কিভাবে হেপাটাইটিস বি এবং সি-এর হাত থেকে বেঁচে থাকা যায়।

১। হেপাটাইটিস বি অথবা সি-তে আক্রান্ত রোগী রক্ত দিতে পারবেন না।

২। ডিসপোজেবল সিরিঞ্জ ছাড়া ইঞ্জেকশন গ্রহণ নিষেধ।

৩। শিরায় যারা মাদক গ্রহণ করে তারা একই সিরিঞ্জ ব্যবহার করে। এসব থেকে দূরে থাকতে হবে।

৪। যৌনমিলনে কনডম ব্যবহার করতে হবে।

৫। হেপাটাইটিস বি-এর ভ্যাকসিন পাওয়া যায়। সবার এই ভ্যাকসিন নেওয়া উচিত।

৬। ডাক্তার, নার্স, প্যারামেডিকস সবার ভ্যাকসিন নেওয়া উচিত।

৭। হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া এবং যাদের ডায়ালাইসিস চলছে তাদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।

এলকোহল বা মদের হাতে থেকে বেঁচে থাকতে হবে। এলকোহল গ্রহণ করলে লিভার সিরোসিস এবং পরবর্তী পর্যায়ে লিভার ক্যান্সার হয়।

এলকোহলের হাত থেকে বেঁচে থাকার উপায় :
১। সামাজিক সচেতনতা বৃদ্ধি করা।
২। পারিবাকি মূল্যবোধ : এটি খুব গুরুত্বপূর্র্ণ।
শিশু প্রথম শিক্ষা পায় পরিবার থেকে। পারিবারিক শিক্ষা খুব গুরুত্বপূর্র্ণ।
৩। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা।
৪। আইন প্রয়োগ করা এবং সেগুলোর যথাযথ বাস্তবায়ন করা।
৫। উৎপাদন ও পাচার বন্ধ করা।


আরো পড়ুন >

ঘূর্ণিঝড় সৃষ্টির মূল কারণ কি? বিস্তারিত বলুন।?
কিভাবে ধূমপান ছাড়াবেন , ধূমপান ছাড়ার উপকারিতা , সহজ উপায় কিভাবে ধূমপান ছাড়াবেন , ধূমপান ছাড়ার উপকারিতা , সহজ উপায়
আপেল খাওয়ার ১০টি উপকারিতা,বিচি খেলে কি হয়, প্রতিদিন ১টি আপেল খাওয়ার ১০টি স্বাস্থ্য উপকারিতা! আপেল খাওয়ার ১০টি উপকারিতা,বিচি খেলে কি হয়, প্রতিদিন ১টি আপেল খাওয়ার ১০টি স্বাস্থ্য উপকারিতা!
জেনে নিন প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস , ১৫ টি প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ